চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ছিনতাইকারী নাম আবুল হাসেম প্রকাশ হাসান। অভিযানে ছিনতাইকৃত মালামালসহ ধারা অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় এ অভিযান চালানো হয়।
সিএমপি’র কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, শুক্রবার রাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বাসায় ফেরার পথে সিআরবি এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন। তিনি তাদের বাধা দিয়ে ছুরিকাঘাত করে মোবাইল ও মানি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। খবর পেয়ে তৎক্ষনিক অভিযান চালিয়ে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
সুত্র:https://www.bd-pratidin.com/chittagong-pratidin/2023/02/05/855708