Search Suggest

চার হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই আসামীকে কারাগারে প্রেরণ

 

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে চার হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন- স্বপন মীর ও আউয়াল হোসেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইশরাত জাহানের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত না সম্পন্ন হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রকিব উদ্দিন জনি। অপরদিকে, আসামিদের জামিন চেয়ে আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


মামলার সূত্রে জানা যায়, গত বুধবার (৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ী বিএসটিআই চৌরাস্তা মোড়ে দুইজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য কাভার্ডভ্যানসহ অবস্থান করেছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ স্বপন ও আউয়ালকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

এরপর তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির খান।



إرسال تعليق