Search Suggest

বাংলাদেশি তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কন্সটেবল বরখাস্ত



বাংলাদেশের এক নাবালিকা তরুণীকে ধর্ষণের অভিযোগে ভারতের মহারাষ্ট্রের এক পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে রাজ্যটির সাংলি জেলার বিশ্রামবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়। এরপর আদালতে প্রেরণ করা হলে তাকে পুলিশ রিমান্ডের নির্দেশ দেন আদালত। 

সাংলি জেলার পুলিশ সুপার ড. বাসবরাজ তেলি গত বৃহস্পতিবার ওই পুলিশ কনস্টেবলকে তার চাকরি থেকে বরখাস্ত করেন। অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ১৭ বছর বয়সী বাংলাদেশি তরুণীকে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। 

জানা যায়, সাংলি জেলাতেই এক নারীর সঙ্গে অবস্থান করত বাংলাদেশ থেকে ভারতে আসা ওই তরুণী। পুলিশের অভিযানের হাতে থেকে তাদের বাঁচাতে উভয়ের কাছ থেকে ওই কনস্টেবল কয়েক লাখ রুপি নিয়েছিলেন বলেও অভিযোগ। 

নির্যাতিতা ওই তরুণীর কাছ থেকে ২ লাখ রুপি এবং তরুণীকে আশ্রয় দেওয়া নারীর কাছ থেকে ৫ লাখ টাকা নিয়েছিলেন সাংলি জেলা পুলিশের ওই কনস্টেবল।

إرسال تعليق