Search Suggest

ক্রস চেক সংক্রান্ত মামলার আইনি নজীর


ক্রস-চেক / অ্যাকাউন্ট পেয়ি চেকও একটি চেক যার সম্পর্কে হস্তান্তরযোগ্য দলিল আইনের ধারা ১৩৮ (১) এ বর্ণিত আছে। আই চেকের হস্তান্তরযোগ্যতা বিলুপ্তির মাধ্যমে চেকের সাধারণ চরিত্রকে পরিবর্তন করা হয় মাত্র। কিন্তু এই চেক ১৩ ধারায় যেসকল হস্তান্তরযোগ্য দলিল এর কথা বলা হয়েছে সেই দলিলের মর্যাদা হারায় না। প্রকৃতপক্ষে, ১২৩ ক (১) (ক) ধারাটি একই ধারার (খ) ক্লজ দিয়ে পড়তে হবে। ধারা ১২৩ক (১) এর (খ) ধারার বিধানে বর্ণিত আছে "অ্যাকাউন্ট পেয়ি" চেকে উল্লিখিত পরিমাণ কীভাবে এনক্যাশ করতে হবে। এই বিধানের পাশাপাশি আমাদেরকে উল্লিখিত আইনের ১২৬ ধারার বিধানও অনুসরণ করতে হবে। যেহেতু complaint petition এ বর্ণিত account payee চেকটি হস্তান্তরযোগ্য দলিল এর মর্যাদা হারায়নি সেহেতু উক্ত চেক হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮(১) ধারায় বর্ণত "যেকোন চেক" এর আওতায় পড়ে কারণ চেক অর্থ account payee চেক কেও অন্তর্ভুক্ত করে

Negotiable Instruments Act, (XXVI of 1881)

Sections 13, 123(A), 123A(1), 123A(1)(a), 126 and 138(I)

Cross-cheque/Account Payee cheque is also cheque as contemplated in section 138(1) of the Negotiable Instruments Act but only changes its normal character by ceasing its negotiability but it does not lose its character as negotiable instrument as defined in section 13 of the Act. In fact, section 123A (1)(a) is to be read with clause (b) of  the same section. The provisions laid down in clause (b) of section 123A(1) clearly gives the way how to encash amount mentioned in the “account payee” cheque. In addition to that provision we are also to follow the provision of section 126 of the said Act. Since the “account payee cheque” mentioned in the complaint-petition has not lost it’s character as negotiable instrument, the same can be easily brought within the mischief of “any cheque” mentioned in section 138(1) of the Negotiable Instruments Act because cheque includes “account payee cheque” also. 
(ক্রস-চেক / অ্যাকাউন্ট পেয়ি চেকও একটি চেক যার সম্পর্কে হস্তান্তরযোগ্য দলিল আইনের ধারা ১৩৮ (১) এ বর্ণিত আছে। আই চেকের হস্তান্তরযোগ্যতা বিলুপ্তির মাধ্যমে চেকের সাধারণ চরিত্রকে পরিবর্তন করা হয় মাত্র। কিন্তু এই চেক ১৩ ধারায় যেসকল হস্তান্তরযোগ্য দলিল এর কথা বলা হয়েছে সেই দলিলের মর্যাদা হারায় না। প্রকৃতপক্ষে, ১২৩ ক (১) (ক) ধারাটি একই ধারার (খ) ক্লজ দিয়ে পড়তে হবে। ধারা ১২৩ক (১) এর (খ) ধারার বিধানে বর্ণিত আছে "অ্যাকাউন্ট পেয়ি" চেকে উল্লিখিত পরিমাণ কীভাবে এনক্যাশ করতে হবে। এই বিধানের পাশাপাশি আমাদেরকে উল্লিখিত আইনের ১২৬ ধারার বিধানও অনুসরণ করতে হবে। যেহেতু complaint petition এ বর্ণিত account payee চেকটি হস্তান্তরযোগ্য দলিল এর মর্যাদা হারায়নি সেহেতু উক্ত চেক হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮(১) ধারায় বর্ণত "যেকোন চেক" এর আওতায় পড়ে কারণ চেক অর্থ account payee চেক কেও অন্তর্ভুক্ত করে)              
MOHAMMAD ALI VS. THE STATE AND ANOTHER, 3 LNJ (2014) 853
  • [accordion]
    • লেখক সম্পর্কে জানুন
      • পোস্টটি লিখেছেন- [ মোঃ আজাদুর রহমান ##pencil##] তিনি লিগ্যাল ভয়েস ব্লগের এডমিন ও সম্পাদক। পেশাগত জীবনে তিনি আইনজীবী হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টে কর্মরত আছেন।
    • ফ্রি আইনি পরামর্শ পাবেন যেভাবে
      • আইন সচেতন সোনার বাংলা গঠনের মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে লিগ্যাল ভয়েসের যাত্রা শুরু হয়েছে। যারা শহরে বসবাস করেন তারা কোন আইনি জটিলতায় পড়লে খুব সহজেই একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে আইনি সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করেন তারা কোন আইন সমস্যায় পড়লে দিশেহারা হয়ে পড়েন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসের কারণে আইনজীবীর সাথে যোগাযোগ করে পরামর্শ করা দুরুহ হয়ে পড়ে। ফলে সমস্যা দিন দিন জটিল হতে থাকে। সঠিক পরামর্শের অভাবে অনেকেই সঠিক পদক্ষেপ না নিয়ে পরিস্থিতি আরও বেশি জটিল করে তোলেন। ফলে সমস্যা থেকে উত্তরণের কোন পথ তো পানই না উল্টো মানসিক ও শারিরীকভাবে ভেঙে পড়েন। তাদের কথা মাথায় রেখে লিগ্যাল ভয়েস কর্তৃপক্ষ প্রশ্নোত্তর বিভাগ চালু করেছে। আপনি খুব সহজেই আমাদেরকে আপনার আইনি সমস্যার কথা জানাতে পারবেন। পাবেন আইনি সমস্যা থেকে উত্তরণের সঠিক পথ। আমাদের প্রশ্নোত্তর বিভাগে যুক্ত হতে [ এখানে ক্লিক করুন। ] 
    • আপনিও লিখুন আমাদের ব্লগে!
      • সুপ্রিয় লিখিয়ে পাঠক! আপনি জেনে নিশ্চয় আনন্দিত হবেন যে, আইন সচেতন সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। সচেতন নাগরিক হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এই উদ্যোগ। চাইলে আপনিও হতে পারেন এই গৌরবের একজন গর্বিত অংশীদার। আমাদের ব্লগে নিবন্ধন করে আপনিও হতে পারেন আমাদের সম্মানিত লেখক। লিখতে পারেন আইন-আদালত, পরিবেশ, ইসলামী আইন যেমন কোরআন, হাদিসের আইনগত বিষয়, প্রাকৃতিক আইন, বিভিন্ন অপরাধ সম্পর্কিত প্রতিবেদন বা অভিজ্ঞতা বা অনুভূতি, অন্যায়, দূর্নীতি, হয়রানী, ইভটিজিং, বেআইনী ফতোয়া, বাল্য বিবাহ ইত্যাদিসহ যাবতীয় আইনগত বিষয়াবলী নিয়ে। আমাদের ব্লগের সদস্য হোন আর হারিয়ে যান জ্ঞান বিকাশের এক উন্মুক্ত দুনিয়ায়!
    • আমাদের কথা
      • লিগ্যাল ভয়েস হলো দেশের  সর্ববৃহৎ এবং একমাত্র আইন সম্পর্কিত পূর্ণাঙ্গ বাংলা ব্লগ কমিউনিটি। প্রতিনিয়ত আমাদের সমাজের মানুষ সচেতনভাবে কিংবা অসচেতনভাবে অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। এ ছাড়া বিভিন্ন আইনগত জটিলতায় পড়ে জীবন নষ্ট করে ফেলছে। অনেক সময় আইন না জানার কারণে আমাদেরকে বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়। একটু আইন জানলে হয়তো এসব ভোগান্তি হতে নিজেকে রক্ষা করা যেত। আইনের একটি গুরুত্বপূর্ণ মতবাদ হলো আইন না জানা কোন অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ কেউ কোন অপরাধ করে যদি বলে আমি আইনটি জানতাম না। জানলে এই অপরাধ টি করতাম না। আইনে এই অজুহাতের কোন গ্রহনযোগ্যতা নেই। কাজেই আইন জানা ছাড়া আমাদের অন্য কোন বিকল্পও নেই। দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের বিভিন্ন আইনী জটিলতায় পড়তে হয়। তাই আইন কানুন সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক। আইন জানা আমাদের জন্য এমন অপরিহার্য্য বিষয় হলেও আইন জানার জন্য আমাদের দেশে ভাল কোন প্ল্যাট ফর্ম নেই। বিশ্ববিদ্যালয় বা ল কলেজ গুলোর বিষয় আলাদা। তাই সাধারণ মানুষের দোর গোড়ায় টুকিটাকি আইন কানুন পৌছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই ২০১৮ সালের ফ্রেব্রুয়ারী মাসে লিগ্যাল ভয়েসের যাত্রা শুরু। আইন সচেতন সোনার বাংলা গঠন করাই লিগ্যাল ভয়েসের মূল উদ্দেশ্য। বিভিন্ন লেখনীর মাধ্যমে লিগ্যাল ভয়েস সাধারণ মানুষের আইন শেখার পিপাসা নিবারণ করে থাকে। এ ছাড়া লিগ্যাল ভয়েস যে কোন ধরনের আইনগত সমস্যায় বিনা খরচে পরামর্শ প্রদান করে থাকে। আমাদের সাথে থাকার জন্য সকল পাঠককে আন্তরিক শুভেচ্ছা ।

إرسال تعليق